মোঃ জহিরুল ইসলাম,বরগুনা
বায়ান্নোর ভাষা আন্দোলন একটি জাতির অভ্যুদয়ের স্ফূলিঙ্গ। স্ফূলিঙ্গ একটি কণার চেয়েও ক্ষুদ্র কিন্তু জ্বালিয়ে দিতে পারে সবকিছু। আবার সেই ধ্বংসের স্ফূলিঙ্গ হয়ে উঠতে পারে প্রেরণার উৎসমুখ। বরগুনা জেলা কেন্দ্রীয় শহীদ মিনার শ্রদ্বা নিবেদন পুষ্পস্তবক অর্পণ করেন “বিডি ক্লিন বরগুনা” সেচ্ছাসেবী সংগঠন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা “বিডি ক্লিন বরগুনা” তাদের একটি দল র্যালী নিয়ে সকাল ১০ টায় বার্তা কার্যক্রম করেন।
বিডি ক্লিন বরগুনা সেচ্ছাসেবীরা বলেন, ভাষা আন্দোলন আমাদের চেতনার উন্মেষ ঘটায়- যার রয়েছে বিশাল এক প্রভাব। এই ভাষা আন্দোলনের পথ ধরেই পরবর্তী সব আন্দোলন-সংগ্রামের ডালপালা গজিয়েছিল। তাই ভাষা আন্দোলন বাঙালির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
ভাষার জন্য যারা দিয়েছেন প্রাণ, যাদের বুকের তাজা রক্ত রাঙিয়েছিল রাজপথ- সেই সব মহান মানুষদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করতে গিয়ে প্রভাত ফেরীকে বেছে নিয়েছে বিডি ক্লিন বরগুনা।শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পন করার ফসল হিসেবে আমরা নতুন করে আজ যে অনুপ্রেরণা পেয়েছি তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নতুনভাবে কাজ করেছে।ফলে প্রতিটি মানুষকে চিনিয়েছে ময়লা ফেলার নির্ধারিত স্থান,বুঝিয়েছে ময়লার মত ব্যাথির ভয়াবহতার কথা।
এমন একটা দিনে মানুষের ভিতরে ভালো পরিবর্তন আসা উচিৎ।মানুষ তার নিজের মানসিকতার পরিবর্তনের চেষ্টাটুকু করুক। ভাষা হিসেবে বাংলাকে সবার আগে প্রাধান্য দিক । ময়লাকে মুক্তি দিয়ে গড়ে তুলুক একটা পরিচ্ছন্ন দেশ। তবেই সেইসব মহান মানুষেরা পাবে তাদের উপযুক্ত সম্মান।