ক্যম্পাস

নারী কোথায় আটকায়? টাকায় নাকি ভালোবাসায়’ ইবিতে রম্য বিতর্ক 

 
নারী কোথায় আটকায়? টাকায় নাকি ভালোবাসায়’ ইবিতে রম্য বিতর্ক  জনসংযোগ

রবিউল, ইবি প্রতিনিধি: 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের সৌজন্যে উন্মুক্ত রম্য বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে ‘মানিব্যাগের স্বাস্থ্যই বলে দেয় সখি তুমি কার’ বিষয়ক বিতর্কে বিতার্কিকদের মুখোমুখি তর্কের মাধ্যমে উভয় দলের প্রমাণ করার চেষ্টা ছিল ‘নারীরা কোথায় আটকায়’ প্রসঙ্গে। 

সোমবার (২৬ ফেব্রুয়ারি) চলামন বইমেলা ও ক্লাব ফেস্টিভ্যালের পৃষ্ঠপোষকতায় বিকেল ৫ টার দিকে উন্মুক্ত পরিবেশে বাংলা মঞ্চে এটি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র বিতার্কিক মনজুরুল ইসলাম নাহিদ, ঐক্যমঞ্চের আহ্বায়ক রাবেয়া ও ঐক্যমঞ্চের সদস্য সচিব এইচ এম ওয়ালিউল্লাহ। 

সাদ্দাম হোসেন হলের ডিবেটিং সোসাইটির সভাপতি দিদারুল ইসলাম রাসেলের সঞ্চলনায় সরকারি দলের (ছেলে দল) বিতার্কিকরা হলেন শান্ত শিশির ইসলাম ( জার্নালিজম) , তানিম তানভীর (আইন), তালুকদার হাম্মাদ (লোকপ্রশাসন), মো: জাহিদুল ইসলাম (মার্কেটিং)।

অন্যদিকে বিপক্ষ দলের (মেয়ে দল) বিতার্কিকরা হলেন মারিয়াম আক্তার চৈতী (অর্থনীতি), আজমেরী রহমান (ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট), জারিন তাসমিয়া (সমাজকল্যাণ), আরিফা সেতু (লোকপ্রশাসন)। 

দর্শনার্থীদের হ্যাঁ-না ভোটের মাধ্যমে উপস্থিত মডারেটর উভয় দলের বিজয়ী ঘোষণা দিলেন।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker