রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
রূপগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ ফেব্রুয়ারি সকালে রুপগঞ্জ উপজেলার সভা কক্ষে এই আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন রুপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ- আহসান মাহমুদ রাসেল। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপকচন্দ্র সাহা, উপজেলা প্রকৌশলী মেহমুদ মোর্শেদ।
উক্ত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আরো উপস্থিত ছিলেন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী তোফায়েল আহমেদ আলমাছ, কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান জায়েদ আলী, ভূলতা ইউপি চেয়ারম্যান আরিফ ভূঁইয়া, গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান কামরুল হাসান তুহিন সহ রুপগঞ্জ উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা নিয়ে একে একে বক্তব্য প্রদান করেন।