দেশ সংযোগ

শ্যামনগর‌ উপজেলায় পরিবেশবান্ধব ব্যবসা পরিকল্পনা উন্নয়ন সম্পর্কিত সভা অনুষ্ঠিত

 
শ্যামনগর‌ উপজেলায় পরিবেশবান্ধব ব্যবসা পরিকল্পনা উন্নয়ন সম্পর্কিত সভা অনুষ্ঠিত জনসংযোগ

রাকিবুল হাসান, সাতক্ষীরা শ্যামনগরঃ 

শ্যামনগর‌ উপজেলায় পরিবেশবান্ধব ব্যবসায়ী উদ্যোক্তাদের সাথে “পরিবেশবান্ধব ব্যবসা পরিকল্পনা উন্নয়ন সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখে যথাক্রমে শ্যামনগর পাবলিক লাইব্রেরীর হল রুমে ও সিডিও অফিস, কলবাড়ি বাজারে নির্বাচিত মোট ১২ জন পরিবেশবান্ধব ব্যবসায়ী উদ্যোক্তাদের সাথে “পরিবেশবান্ধব ব্যবসা পরিকল্পনা উন্নয়ন সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন সহযোগী সংস্থা অস্ট্রেলিয়ান এইড ও অক্সফাম বাংলাদেশ এর সহযোগিতায় কোডেক (জাতীয় বে—সরকারি সংস্থা) কর্তৃক বাস্তবায়িত ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের আওতায় এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় মধুর ব্যবসা, কেওড়ার আচার, জৈব সার, নকশীকাথাঁ, বাশের তৈরী বিভিন্ন পণ্য বিষয়ক সম্ভাবনাময় পরিবেশবান্ধব ৫টি ব্যবসার উদ্যোক্তাদের সাথে তাদের ব্যবসা পরিকল্পনার উন্নয়ন নিয়ে বিশদ আলোচনা ও অনুশীলন করা হয়। এতে শ্যামনগর উপজেলার কাশিমারী, পৌরসভার ও ভুরুলিয়া ইউনিয়নের উদ্যোক্তরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় সার্বিক সঞ্চালকের দায়িত্ব পালন করেন, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর কৃষিবিদ জনাব মোঃ সোহেল রানা, গ্রীন বিজনেস অফিসার, এবং সার্বিকভাবে সহযোগী হিসেবে ছিলেন মো: রাসেল আমিন, প্রকল্প অফিসার ও গাজী ফারুক হোসেন, ফিল্ড অফিসার। 

নারীবান্ধব জলবায়ু ন্যায্যতা আন্দোলন বিষয়য়ক আলোচনা করেন মো: আব্দুল খালেক, প্রকল্প অফিসার, বিটিএস।

সর্বশেষে সকলের কোডেক এর পক্ষ্যে উদ্দেশ্যে বিভিন্ন পরামর্শ ও দিক-নির্দেশনা প্রদান করেন; মিস কাজী নাহিদ আলম, এ্যাসিস্টেন্ট ম্যানেজার, মনিটরিং ও ইভালুয়েশন ও বিডফরসিজে প্রকল্পের মনিটরিং ফোকাল।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker