ওসমান গনি, স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ হাজী মহিউদ্দিন আহমেদ।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ড. নূহ উল আলম লেনিন।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মালখানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল আলম, গভর্নিং বডির সদস্য মো. শাহালম খান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিছুর রহমান মৃধা, সাধারণ সম্পাদক মো.মাসুদ খান, জেলা হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো.আহসানুল ইসলাম আমিন প্রমুখ।
কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে ক্রীড়ায় অংশ গ্রহণ করেন। পুরস্কার বিতরণের মাধ্যমে দুপুরে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।