দেশ সংযোগ

ঝিনাইদহ প্রেসক্লাব নির্বাচনে ভোট না চেয়েও নির্বাচিত হলেন আসিফ কাজল

 
ঝিনাইদহ প্রেসক্লাব নির্বাচনে ভোট না চেয়েও নির্বাচিত হলেন আসিফ কাজল জনসংযোগ

ইনছান আলী, স্টাফ রিপোর্টার

আসিফ কাজল দক্ষিনাঞ্চলের একটি আলোকিত ও আলোচিত নাম।সংবাদ এবং সাংবাদিকতা যার নেশা ও পেশা। ছুটে চলেন নতুন নতুন সংবাদের খোঁজে। পত্রিকার পাতা উল্টালে প্রতিদিন তার খবর থাকে। মুহুর্তের মধ্যে একটি সংবাদ তিনি ভিন্ন ভিন্ন আঙ্গিকে তৈরী করে দিতে পারেন। বিশেষ করে দৈনিক নবচিত্র, যশোরের দৈনিক লোকসমাজ ও চুয়াডাঙ্গার সময়েরসমীকরণ পত্রিকায় তার খবর হররোজ প্রকাশিত হয়। বলা যায় ঝিনাইদহের নবীন ও প্রবীন সাংবাদিকদের নয়নের মনি তিনি। ব্যবহার ও সদাহাস্য আসিফ কাজলের একটি গুন তিনি মানুষকে সহজেই আপন করে নিতে পারেন। ঝিনাইদহ প্রেসক্লাবের ভোটের ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি যিনি ভোট প্রার্থনা না করলেও ভোটাররা তাকে ভোট দেন। এমনও দেখা গেছে ভোটের দিন তিনি নিজেই নিজের ভোট দেননি। তারপরও তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। এবারো তার ব্যতিক্রম ঘটেনি। তার এই প্রাপ্তি ৩৩ বছরের সাধনার ফল। ভোটার বা ঝিনাইদহের সাংবাদিকরা তাকে প্রচন্ড রকমের শ্রদ্ধা করেন। শুধু জেলাতেই নয়, লেখালেখি ও সুপরিচিতির কারণে সারা বাংলাদেশের আইকন হয়ে উঠেছেন তিনি। ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী পরিষদে তিনি MD Asif Iqbal সদস্য পদে নির্বাচিত হয়েছেন। এ জন্য তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানায়।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker