ক্যম্পাসসড়ক দুর্ঘটনা

ট্যুর থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার নোবিপ্রবি শিক্ষক শিক্ষার্থী

 
ট্যুর থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার নোবিপ্রবি শিক্ষক শিক্ষার্থী জনসংযোগ

 তৌফিক আল মাহমুদ, নোবিপ্রবি ক্যাম্পাস প্রতিনিধি

বিভাগের ফাইনাল ট্যুর থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে 

নোয়াখালীর মাইজদী পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মধ্যরাত ৩টার দিকে কক্সবাজার থেকে ফেরার পথে চট্টগ্রামের পটিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষক-শিক্ষার্থী বহনকারী একুশে এক্সপ্রেস বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাহিরে চলে যায়। ফলে বাসের সামনের অংশ আঘাপ্রাপ্ত হয়ে ভেঙ্গে যায়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ পাঁচজন আহত হন। খবর পেয়ে স্থানীয় স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দরজা কেটে আহতদের উদ্ধার করে। এতে আইন বিভাগের ২ জন শিক্ষক আহত হয়েছেন।আহতরা হলেন মো.সাজ্জাদুল করিম ও জয়নাব বিনতে মরিয়ম কলি।তারা আইন বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

শিক্ষার্থীদের মধ্যে আহত হয়েছেন- শামসুন্নাহার জলি, সুলতান শাহজাহান ও রেশমি নাম এক শিক্ষার্থী। তারা সবাই আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আহত নোবিপ্রবি আইন বিভাগের প্রভাষক সাজ্জাদুল করিম বলেন, এখন আমরা ঠিক আছি। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। আমরা দুইজন শিক্ষক আহত হয়েছি ও আমাদের তিনজন শিক্ষার্থী হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker