মোঃ রয়িসুল সরকার রোমন
স্টাফ রিপোর্টার:
লালমনিরহাট জেলার আদিতমারী থানা পুলিশের অভিযানে ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিল সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। লালমনিরহাট জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম এর নির্দেশক্রমে গতকাল শুক্রবার (১ মার্চ) রাত ৭ টার সময় আদিতমারী থানাধীন মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের জনৈক মোঃ জয়নাল হোসেন এর তামাক জমির ভিতর হইতে ৫০(পঞ্চাশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আসামী ১। মোঃ মাহবুব আলম (৩৮), পিতা- মৃত ইসমাইল হোসেন, সাং- দক্ষিন বালাপাড়া , থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাটকে গ্রেফতার করেন আদিতমারী থানার এসআই আমিনুর রহমান সহ তার ফোর্স।
এবিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন, গোপন সাংবাদের ভিত্তিতে মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় আসামী মোঃ মাহবুব আলম কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এই ঘটনায় আদিতমারী থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।