ডেক্স নিউজ
আজ কবিও সাংবাদিক রিয়াজুল হক সাগরের জন্মদিন,১৯৮২ সালের এই দিনে রংপুরের গংগাচড়া উপজেলায় মর্নেয়া গ্রামে মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। পিতাঃ এমাজ উদ্দিন মাতাঃ জমিল খাতুনের ৩য় সন্তান। বর্তমানে তিনি রংপুর নগরীর ৮ নং ওযার্ডে স্থায়ী ভাবে বসবাস করছেন। রিয়াজুল হক সাগর, বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন,এছাড়াও তিনি সাহিত্য জগতে লেখালেখি করে চলেছেন।
তার সামাজিক কর্মকান্ডে রংপুর লেখক সমাজ ও রংপুর সাহিত্য অঙ্গনের সকল কবি, সাহিত্যিক, লেখকও সংগঠকদের অনেক ভালোবাসার পাত্র।তিনি শারীরিক প্রতিবন্ধী হলেও সাংবাদিগতা করে চলছেন রংপুরের সকল সাংবাদিকদের সহযোগিতায়। তাই দেশবাসির কাছে তিনি সকলের কাছে দোয়া কামনা করছেন।বর্তমানে তিনি দিন কন্যা সন্তানের জনক।