রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে “সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো ” প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা চত্তরে র্যালি শেষে উপজেলা সভাকক্ষে এ আলোচনা সভা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সিমন সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা তাজাল্লী ইসলাম। এসময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।