পূর্বাচল শেখ হাসিনা স্বরণি আন্ডাপাসে বি আর টি সি বাস আটকে আহত ২২: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ শাখার কর্মকর্তা কর্মচারীদের পিকনিকের বাস পূৃর্বাচলের শেখ হাসিনা সরণির (কাঞ্চন- কুড়িল বিশ্বরোড সড়ক) আন্ডাপাসের ছাদে ধাক্কা লেগে ২২ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
শনিবার সকাল ৯.৪৫মিনির এর দিকে সড়কের পূর্বাচল ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
পূর্বাচল ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, শনিবার সকালে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ শাখার কর্মকর্তা কর্মচারীরা বার্ষিক পিকনিকের জন্য রূপগঞ্জের সী-সেল পার্কের উদ্দেশ্যে বিআরটিসি দ্বিতল বাস এ রওয়ানা হয়। সকাল ৯.৪৫ মিনিট এর দিকে শেখ হাসিনা স্বরণি ৩০০ফিট সড়ক দিয়ে যাবার সময় আন্ডারপাসের ছাদে ধাক্কা লেগে দূর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করেন। দূর্ঘটনায় ৩০ জন আহত হয়। এদের মধ্যে ২২ জনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। অবস্থার অবনতি হওয়ায় ১০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আহতের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ আয়েজউদ্দিন আহমেদ সাধারন সম্পাদক, সিবিএ তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন, নারায়ণগঞ্জ এবং মোঃ সফিকুল ইসলাম উপ সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ঢাকা জোন-৩।