বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় প্রকাশ্যে এক যুবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকাল সাড়ে চারটার দিকে শহরের চকফরিদ কলোনী এলাকায় অগ্রনী ব্যাংকের পাশে এ ঘটনা ঘটে৷
নিহতের নাম আজহারুল ইসলাম শান্ত (২৪)। তিনি সারিয়াকান্দি উপজেলার কুপতারা সাহাপাড়া এলাকার আবুল হোসেন আলীর ছেলে। তবে তারা দীর্ঘদিন ধরে শহরের ফুলদিঘী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। এছাড়াও সৈয়দ আহম্মেদ কলেজে ডিগ্রীতে পড়াশোনার পাশাপাশি ইন্টারনেটের ব্যবসা করতো শান্ত।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ, পিপিএম।
পুলিশের এই কর্মকর্তা জানান, দুর্বৃত্তরা শান্তকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। আমাদের একাধিক টিম কাজ শুরু করেছে। আশা করছি দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের শীর্ষ এক কর্মকর্তা বলেন, ‘ শান্তর একাধিক মামলার চার্জশীটভুক্ত আসামি। তার নামে মাদক, ছিনতাই, অস্ত্রসহ চারটি মামলা রয়েছে। এলাকায় মাদক ব্যবসা অথবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।’
নিহতের ভাই হাসিবুল ইসলাম বলেন, ‘ শান্ত এবং তার বন্ধু ইমরান মিলে ইন্টারনেটের ব্যবসা করতো। বিকালে ইন্টারনেটের কাজ করার জন্য বাসায় থেকে বের হয় শান্ত। সে ফোনে জানায় কিছুক্ষণ পরেই বাসায় ফিরবে। পরে শুনি তাকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে। ‘
তিনি আরও বলেন, ‘কারও সাথে প্রকাশ্য শত্রুতা আছে কিনা তা আমরা জানিনা। তবে শুনছি এলাকায় একটা গ্রুপের সাথে কোন একটা বিষয় নিয়ে শান্তর কথা-কাটাকাটি হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে আমার ভাইকে হত্যা করা হয়ে থাকতে পারে। এর বেশি আমরা জানিনা।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.