আটক

মাদকসহ ৩ যুবক আটক, অর্ধ কোটি টাকার ইয়াবা উদ্ধার

 
মাদকসহ ৩ যুবক আটক, অর্ধ কোটি টাকার ইয়াবা উদ্ধার জনসংযোগ

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি :

রূপগঞ্জের আলোচিত চনপাড়ার ৩ যুবককে কুমিল্লা থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। বুধবার দাউদকান্দি ব্রিজ টোলপ্লাজা সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার থেকে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ১৫ হাজার ৫৯০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো, রূপগঞ্জ চনপাড়ার আবু সাইদের ছেলে মিল্লাদ হোসেন (২৫), চনপাড়ার মৃত সামাদ ব্যাপারীর ছেলে গাড়ীর চালক মো. লিটন (৪৬) ও চনপাড়ার মো. আমনউল্লাহ’র ছেলে মো. ইমন (১৯)।

এ সম্পর্কিত আরও খবর

র‌্যাব-১১ উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। আসামীরা পারস্পারিক যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্যের বড় আকারের চালান, দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় বহন ও সরবরাহ করে। এছাড়াও আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় পৃথক পৃথক মামলা রয়েছে।

তিনি আরও জানায়, তাদের জিজ্ঞাসাবাদে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্তদের বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ সংক্রান্তে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদেরকে, আইনের আওতায় আনার জন্য এবং মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১ আভিযানিক কার্যক্রম অব্যহত থাকবে। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য কুমিল্লার দাউদকান্দি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker