কাউনিয়া( রংপুর) প্রতিনিধি:
ক্রীড়াই শক্তি শ্লোগানে রংপুরের কাউনিয়া উপজেলা ভলিবল টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৪ মার্চ) বিকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজনে টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মহিদুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমী, প্রধান শিক্ষক আইযুব আলী, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল জলিল, যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক সরকার আবু ফেরদৌস মো. মহসীন হীরা, হারাগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রাজু আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রমূখ।
কাউনিয়ার কৃতি খেলোয়ার শফিকুল আলম শফির পরিচালনায় উদ্বোধনী খেলায় স্বাগতিক উপজেলা পরিষদ দলকে পরাজিত করে শক্তিশালী কুর্শা ইউনিয়ন পরিষদ দল। এ টুর্নামেন্টে উপজেলার ৬ ইউনিয়ন, ১টি পৌরসভা ও উপজেলা পরিষদ মিলে ৮টি দল অংশ নিবে।