দেশ সংযোগ

জুতা তৈরি করে স্বাবলম্বী রবিউল

 
জুতা তৈরি করে স্বাবলম্বী রবিউল জনসংযোগ

বগুড়া প্রতিনিধিঃ আবু হানজালা 

বগুড়ার ধুনট উপজেলায় জুতা তৈরি করে স্বাবলম্বী হয়েছেন ৬৫ বছর বয়সী এক ব্যক্তি। ঢাকার একটি কারখানা থেকে দক্ষতা অর্জন করে ২০২৩ সালে এক লাখ টাকা পুঁজি নিয়ে নিজ গ্রামে জুতা তৈরির ব্যবসা শুরু করেন তিনি। কারখানার নাম রাখেন ‘জমিদার সুজ’।বর্তমানে তার অধীনে নারী-পুরুষসহ মোট সাতজন কর্মচারী কাজ করে।

বলছিলাম ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের রবিউল ইসলামের কথা। তিনি রামনগর গ্রামের পূর্বপাড়া এলাকার জহুরুল ইসলামের ছেলে।

সরেজমিনে কথা হয় রবিউলে সাথে। তিনি জানান, ‘গত বছর থেকে ব্যবসা শুরু করে বর্তমানে আমার মূলধন ছাড়াই প্রায় পাঁচ লাখ টাকা অর্জিত হয়েছে। আমার কারখানায় বিভিন্ন ডিজাইনের জুতা ও সেন্ডেল তৈরির কাজে পরিবারের সবাই সহযোগিতা করেছে। আমার এ কাজে উৎসাহ দিয়েছে স্থানীয় অনেকে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কারখানায় আরো আধুনিক যন্ত্রাংশ ব্যবহার করলে আরো সাফল্যের সাথে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব।

তিনি আরো বলেন, ‘নিত্যপণ্য ব্যবহারের পাশাপাশি জুতা-সেন্ডেলের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। জুতা ও সেন্ডেল মূলত বাহারি ডিজাইনের ওপর চাহিদা নির্ভর করে। আশা করা যায়, আগামী দিনে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান আরো সাফল্য অর্জন করবে।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker