আটক

ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলায় বিশেষ অভিযানে অপহরণ চক্রের মূলহোতাসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব

 
ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলায় বিশেষ অভিযানে অপহরণ চক্রের মূলহোতাসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব জনসংযোগ

ইনছান আলী, ঝিনাইদহ 

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে অভিযান চালিয়ে অহরণচক্রের মুলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (৫ মার্চ) ভোরে উপজেলার হরিশপুর -চটকাবাড়ীয়া গ্রামে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন হরিনাকুন্ডু উপজেলার হরিশপুর-গ্রামের ইচাহাক মন্ডলের ছেলে মিটুল মন্ডল (৩৩) এবং চটকাবাড়ীয়া গ্রামের আক্কাস আলীর ছেলে জহুর ইসলাম (৩৫)। তাদেরকে ঠাকুরগাও জেলার রানীশংকৈল থানায় পাঠানো হচ্ছে।

ঝিনাইদহ র‌্যাব জানায়, গত বছরের ২৪ এপ্রিল ধর্ম ছেলে পরিচয়ে অপহরণকারী চক্রের জনৈক আলী হোসেন ঠাকুরগাও জেলার রাণীশংকৈল থানার ভবান্দপুর গ্রামের আইয়ুব আলী (৬৭) কে বেড়ানোর কথা বলে অপহরণ করে। তাকে সন্ধানে ভুক্তভোগীর পরিবার খোঁজাখুজি করতে থাকে। একপর্যায়ে তাকে না পেয়ে রাণীশংকৈল থানায় সাধারণ ডায়েরি করে পরিবার।এর মধ্যেই অপহরণকারীরা তার মুক্তিপণ বাবদ ৬ লাখ টাকা দাবি করে।

বিষয়টি ঝিানইদহ র‌্যাব জানতে পেরে প্রযুক্তির সহযোগিতায় মঙ্গলবার ভোরে ভুক্তভোগী আইয়ুব আলীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণচক্রের মুলহোতাসহ দুই জনকে গ্রেফতার করে র‍্যাব।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker