বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় নিখোঁজ এক স্কুলছাত্রের মাটিতে পুঁতে রাখা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সোয়া ১০টার দিকে গাবতলী উপজেলার ঈশ্বরপুর পুর্বপাড়ায় বসতবাড়ির মুরগি রাখার ঘর থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম নাসিরুল ইসলাম নাসিম। সে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি পশ্চিমপাড়া এলাকার ওয়াজেল মণ্ডলের ছেলে। এছাড়াও সে স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়াশোনা করতো। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী।
পুলিশের এই কর্মকর্তা জানান, গত ২৫ ফেব্রুয়ারি শবে বরাতের রাত থেকে নিখোঁজ ছিল নাসিম। থানায় জিডি হলে তার সন্ধানে মাঠে নামে পুলিশ। এক পর্যায়ে নাসিমের দুঃসম্পর্কের এক আত্মীয় রফিকুলের ছেলেকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে রফিকুলের বাড়ির মুরগি রাখার ঘরের মাটির নিচে পুঁতে রাখা নাসিমের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের সময় রফিকুলের বাড়ি তালাবদ্ধ ছিল এবং বাড়িতে কেউ ছিল না। তবে কি কারণে এ হত্যাকাণ্ড এবং আসামির পরিচয়সহ বিস্তারিত পরে তুলে ধরবো।