মোঃ সামিউল আলম সায়মন নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে দেশের সর্বস্তরের জনগণকে টেকসই পেনশন কাঠামো অন্তর্ভুক্তির লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৬মার্চ) দুপুরে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দেশের সর্বস্তরের জনগণকে টেকসই পেনশন কাঠামো অন্তর্ভুক্তির মাধ্যমে নাগরিকদের ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিতকল্পে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক লিমিটেড নীলফামারী শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল লতিফ সরকার সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সোনালী ব্যাংক লিমিটেড নীলফামারী বাজার শাখার ব্যবস্থাপক জিদ্দারুল ইসলামসহ অনেক সরকারি বেসরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।