ক্রীড়া সংযোগদেশ সংযোগ

কাউনিয়া উপজেলা ভলিবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন বালাপাড়া ইউনিয়ন

 
কাউনিয়া উপজেলা ভলিবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন বালাপাড়া ইউনিয়ন জনসংযোগ

জে এইচ সোহাগ
কাউনিয়া রংপুর প্রতিনিধি:
ক্রীড়াই শক্তি শ্লোগানে রংপুরের কাউনিয়া উপজেলা ভলিবল টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে এ টুর্নামেন্ট আয়োজন করেছে উপজেলা ক্রীড়া সংস্থা।
উৎসব মূখোর পরিবেশে সোমবার (১১ মার্চ) বিকেলে ভলিবল ফাইনাল খেলায় স্বাগতিক কূর্শা ইউনিয়নকে ৩-২ সেটের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বালাপাড়া ইউনিয়ন।
পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মহিদুল হক। স্বাগত বক্তব্য দেন- উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আলম। অনুষ্ঠানে বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, কুর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল জলিল, যুগ্ন সম্পাদক শফিকুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে চ্যম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি-মেডেল তুলে দেন অতিথিবৃন্দ। ফাইনাল খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন বালাপাড়া ইউনিয়ন দলের রিগান।
এবারে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সেরা খেলোয়ারদের মধ্যে কাউনিয়া টিভিএস শো-রুম ও হালিম কয়েল ফ্যাক্টরির সৌজন্যে উপহার দেওয়া হয়। উপজেলার ৬ ইউনিয়ন, ১টি পৌরসভা ও উপজেলা পরিষদ মিলে ৮টি দল এ টুর্নামেন্টে অংশ নেয়।

এ সম্পর্কিত আরও খবর

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker