রূপগঞ্জে প্রতিবন্ধী শিশুসহ পাঁচ শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও চিকিৎসা সেবা প্রদান
রূপগঞ্জে প্রতিবন্ধী শিশুসহ পাঁচ শতাধিক মানুষের মধ্যে
বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও চিকিৎসা সেবা প্রদান
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার অনির্বাণ ডিজেবল চাইল্ড কেয়ার স্কুল এ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের প্রতিবন্ধী ৭২ জন শিশুসহ পাঁচ শতাধিক দু:স্থ, অসহায়, গরিব ও দরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে বøাড গ্রæপিং, চিকিৎসাপত্র ও ওষুধ বিতরণ করা হয়। ১১ মার্চ সোমবার ডিকেএমসি হসপিটাল এ কর্মসূচির আয়োজন করে। ভিংরাবো অনির্বাণ স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল। সভায় বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. এম এ কাশেম, সহকারী অধ্যপাক এম কে আলম টিটু, সহকারী অধ্যাপক ডা.জেসমিন আক্তার, ডা. শরীফ আহম্মেদ, ডা. উর্মী আক্তার, নারায়ণগঞ্জ জেলা নারী মুক্তিযোদ্ধা সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার, ডিকেএমসি হসপিটালের চেয়ারম্যান সালমা পারভীন, নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, পরিচালক সামসুল আলম, খায়রুল আলম, নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের সভাপতি জহিরুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, স্কুলের প্রধান শিক্ষক সোহেল রানা প্রমুখ।
পরে অনির্বাণ ডিজেবল চাইল্ড কেয়ার স্কুলের শিক্ষার্থীদের সমন্বয়ে আবৃত্তি, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।