দেশ সংযোগ

রোদে লাইন বেঁকে কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেসের ৯বগি লাইনচ্যুত

 
রোদে লাইন বেঁকে কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেসের ৯বগি লাইনচ্যুত জনসংযোগ

কুমিল্লা প্রতিনিধি :- আব্দুল্লাহ

 

কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুরে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের অন্তত ৭টি বগি লাইনচ্যুত হয়েছে । রবিবার দুপুর দেড়টায় হাসানপুর স্টেশনের অদূরে তেজের বাজার নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে।

 

রেলপুলিশ জানায়, চট্টগ্রাম থেকে জামালপুরগামী ‘বিজয়পুর এক্সপ্রেস’ ট্রেনটি তেজের বাজার পৌঁছালে ট্রেনের ইঞ্জিন থেকে ১৮টি বগি আলাদা হয়ে ৯টি বগি লাইন থেকে ছিটকে পড়ে যায়। এতে অন্তত ৫ জন গুরুতর আহত হয়। ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আখাউড়া অথবা চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগি গুলোকে সরিয়ে নেয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

 

রেলওয়ে কুমিল্লার উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে রোদের কারনে অতিরিক্ত তাপে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোট এলাকার তেজের বাজার এলাকায় রেললাইন বাঁকা হয়ে যায়। যে কারণে এই দুর্ঘটনা ঘটে।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker