দেশ সংযোগ

মুন্সীগঞ্জে লৌহজংয়ে ট্রেন কাটা পরে গরু ব্যবসায়ীর মৃত্যু

 
মুন্সীগঞ্জে লৌহজংয়ে ট্রেন কাটা পরে গরু ব্যবসায়ীর মৃত্যু জনসংযোগ

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে লৌহজং উপজেলার মাওয়া এমপি চেকপোষ্টের সামনে ট্রেনে কাটা পড়ে গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

গরুর ব্যবসায়ী মো:বজলু মিয়া(৬০)ট্রেন কাটা পরে ঘটনাস্থলেই নিহত হন।সে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া‌ গ্রামের‌ বাসিন্দা বলে জানাগেছে।তিনি মাওয়া সেনানিবাসের পেছনে জৈনক সামাদ মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি মাওয়া সেনানিবাস চেকপোস্ট অতিক্রম করার সময় বজলু মিয়া অসাবধানতাবসত ট্রেন লাইনে উঠে পড়লে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান,ঘটনার সংবাদ পেয়েছি।তবে বিষয়টি রেলওয়ে পুলিশের অধিনে।এ কারণে রেলওয়ে পুলিশ বিষয়টি দেখবে।

এ বিষয়ে মাওয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার হাসান উর রহমান জানান,ট্রেন আসার সময় অসাবধানতাবত ট্রেন লাইনে উঠে পড়ায় এই দূর্ঘটনা ঘটেছে।নিহতের মরদেহ মাওয়া রেলওয়ে স্টেশনে রেল পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker