মোঃ রয়িসুল সরকার রোমন
স্টাফ রিপোর্টার:
লালমনিরহাট জেলা পরিষদের সাবেক আদিতমারী উপজেলা সদস্য ও আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সেলিম হায়দার একটি প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছেন। সেলিম হায়দার এর বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়ন। সেলিম হায়দারের বিরুদ্ধে বাদী হয়ে ফিরোজ আহমেদ নামে একজন প্রতারণা ও বাদীকে ভয়ভীতি দেখানোর মামলা করেন। সেই মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ছিলেন সেলিম হায়দার। প্রতারনা মামলায় কোর্ট থেকে ওয়ারেন্ট থাকায় তাকে মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে সাপ্টিবাড়ি এলাকা থেকে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে গ্রেফতার করে আদিতমারী থানা পুলিশ।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন, ঢাকা পল্টন থানায় তার বিরুদ্ধে একটি প্রতারণা মামলা থাকায় মামলাটির ধারা (CR- 1083/20 Under section 406/420/506 penal code)। কোর্ট থেকে তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল থাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.