দেশ সংযোগ

রূপগঞ্জে থানা শাখা জাসাস এর পরিচিতি সভা অনুষ্ঠিত 

 
রূপগঞ্জে থানা শাখা জাসাস এর পরিচিতি সভা অনুষ্ঠিত  জনসংযোগ

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতি নিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা রূপগঞ্জ থানা শাখা জাসাস এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে ।

 

বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ভক্তবারি চেয়ারম্যান মার্কেট এলাকায় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় রূপগঞ্জ থানা শাখার সভাপতি এ কে এম আনোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে, থানা শাখার সাধারণ সম্পাদক মিছির আলী মাদবরের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ,নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা,নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সহ সভাপতি ডাঃ এম এ লতিফ তুষার,এডঃ এ কে এম ওমর ফারুক নয়ন,দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডঃ হেলাল উদ্দিন সরকার,রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আমরা রূপগঞ্জ উপজেলা জাসাস খুবই সক্রিয় রাজপথে সংগ্রামে সব সময় শক্ত অবস্থানে ছিলাম আছি থাকবো এবং আগামী দিনে কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে তা আমরা সকলে মিলে অবশ্যই পালন করবো। আন্দোলন-সংগ্রামে আমরা সকলে একতাবদ্ধ হয়ে কাজ করবো ইনশাআল্লাহ্‌ ।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker