দেশ সংযোগ

রৌমারীতে গোসলে নেমে এক ভাই বেঁচে ফিরলেও অপরজন নিখোঁজ 

 
রৌমারীতে গোসলে নেমে এক ভাই বেঁচে ফিরলেও অপরজন নিখোঁজ  জনসংযোগ

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার রৌমারীতে ব্রহ্মপুত্র নদে দুই ভাই গোসলে নেমে এক ভাই মো. শাহা আলম (১৭) নিখোঁজ রয়েছেন। রবিবার সকাল ১১ টার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের যৌথ তল্লাশি চললেও বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সন্ধান মেলেনি।নিখোঁজ শাহ্ আলম গাজীপুর জেলার সফিপুর উপজেলার সিনাবর গ্রামের রহম আলীর ছেলে। তিনি সফিপুর শহরের একটি গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করতেন। গত চার দিন আগে তিনি রৌমারীর ধনারচর পশ্চিম পাড়া গ্রামে নানা নুর ইসলামের বাড়িতে বেড়াতে আসেন। রবিবার সকালে মামাতো ভাই সাজিম মিয়াসহ নদীতে গোসল করতে নামে শাহ্ আলম।নিখোঁজের পরিবার ও স্থানীয়রা জানায়, রবিবার সকালে শাহা আলম তাঁর নানা নুর ইসলাম ও মামাতো ভাই সাজিম মিয়াসহ ব্রহ্মপুত্র নদীর পশ্চিম চরে জমি মাপতে যান। ফেরার পথে নানাকে বাড়ি যেতে বলে মামাতো ভাই সাজিমসহ ব্রহ্মপুত্র নদে গোসলে নামেন। এ সময় তাঁরা তীর থেকে খানিক দূরে সাঁতার কাটতে গেলে দুজনই ডুবে যেতে থাকেন। তাঁদের উদ্ধারে সহায়তা চেয়ে সাজিম চিৎকার করলে পাশ দিয়ে যাওয়া একটি ডিঙি নৌকার মাঝি উদ্ধারে এগিয়ে যান। মাঝি সাজিমকে উদ্ধার করতে পারলেও ততক্ষণে শাহ আলম ডুবে যান।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে শাহ্ আলমকে উদ্ধারে তল্লাশি শুরু করে। তবে এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।রৌমারী কর্তিমারী ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন ইনচার্জ আব্দুল আলিম বলেন, ‘আমাদের ইউনিটে ডুবুরি না থাকায় পাশের জেলা জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আনা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker