মো আব্দুল্লাহ আনন্দ স্টাফ রিপোর্টার
রংপুরের কাউনিয়া দ্বীনি শিহ্মার সুনাম ধন্য বিদ্যপিট বরুয়ারহাট কেরামতিয়া কামিল এম এ মাদ্রাসার নানা আয়োজনে মধ্যে দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী( সঃ) পালিত হয়েছে।
সোমবার সারা দিন ব্যাপি বিভিন্ন আয়োজনে মধ্যে দিয়ে এই বিশেষ দিনটি পালিত হয়।
আয়োজনের মধ্য ছিল, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, মহা নবি (সঃ) জিবনী নিয়ে রচনা, হাম,নাত কেয়াত ও কুইজ প্রতিযোগিতা।
পরে মাদ্রাসা হল রুমে এক আলোচনা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উপাঅধ্যহ্ম তোফাজ্জল হোসেন সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অধ্যহ্ম আব্দুল রশিদ,আরবি প্রভাষক রাফিউল ফারহাদ বিন মাহমুদ,আব্দুল রাজ্জাক, সহ শিহ্মক মন্ডলিগন ।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, আরবী হিজরি ১২রবিউল আউয়াল বিশ্ব নবি (সঃ) এর জন্ম ও মৃত্যু বার্ষিকী উপলক্ষে সারা মুসলিম উম্মা এই দিনটি বিশেষ ভাবে পালন করে থাকে৷