দেশ সংযোগ

বকশীগঞ্জ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা গ্রেফতার ৬ জন 

 
বকশীগঞ্জ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা গ্রেফতার ৬ জন  জনসংযোগ

নিজস্ব প্রতিনিধিঃএ,কে,এম নুর আলম নয়ন

 

জামালপুরের বকশীগঞ্জে আওয়ামীলীগ সভাপতি,সাধারণ সম্পাদকসহ ১৩৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অজ্ঞাতনামা আসামী ৩ শত জন,আটক করা হয়েছে ৬জনকে।

 

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। বুধবার সন্ধ্যায় তাদের আদালতে সোর্পদ করে। আটককৃতরা হলো উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন, সদস্য আবু তালেব তোতা, সাবেক সদস্য মনিরুজ্জামান মনির, আলতাফ হোসেন, দেলোয়ার হোসেন লুলু ও নুর আমিন। ৪ আগষ্ট বকশীগঞ্জ হাইওয়ে থানায় অগ্নিসংযোগ ও বিএনপির দলীয় কার্যালয়ে ভাংচুরের ঘটনায় ওই মামলা হয়। মামলার বাদী উপজেলার মাদারেরচর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বিএনপি নেতা আনিছুজ্জামান।

 

মামলায় নামীয় আসামী আওয়ামীলীগ সভাপতি শাহীনা বেগম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, সাবেক ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার ও জেলা পরিষদ সদস্য শীলা সারোয়ারসহ ১৩৯ জন।

এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, মামলায় ৬ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত আছে।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker