মোঃ শাহজাহান খন্দকার
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জাহানারা(৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা বকসি বাজার এলাকায়।
মৃত গৃহবধূ ওই এলাকার অটোচালক আহিদুল ইসলামের স্ত্রী।মৃতের পরিবার ও স্থানীয়সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো জাহানারা বেগম(৩২) সকালে উঠে তার স্বামীর ব্যবহৃত ইজিবাইকটি বিদ্যুৎএর চার্জিং সকেট থেকে খুলতে গেলে সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরে যায়। পরে তার স্বামী এবং পরিবারের লোকজন সে অবস্থাতেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থেতরাই ইউনিয়ন পরিষদের সদস্য আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,আবু বক্কর সিদ্দিক জানান, পরিবারের লোকজনদের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে৷ এবং এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।