লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে আনিসুর রহমান বাচ্চু নামে এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে পদ-পদবীর প্রভাব খাটিয়ে দুবাই প্রবাসী এক নারীর জমি জোরপূর্বক দখল করে অবৈধ ইটের ভাটা গড়ে তোলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে ভুক্তভোগী ওই নারীর ছেলে বাপ্পি হাসান এবিষয়ে লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত বাচ্চু দুয়ারিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ৬নং ওয়ার্ড ইউপি সদস্য।
ভুক্তভোগী সুমি আক্তার জানান, উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের ধানাইদাহপাড়া গ্রামে জহুরুল ইসলাম নামে এক ব্যক্তির থেকে ২০২২ সালে সাড়ে ২৮ শতাংশ জমি কিনেন একই গ্রামের দুবাই প্রবাসী সুমি আক্তার। পাশেই তৎকালীন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাচ্চু অবৈধ ভাবে ইটের ভাটা গড়ে তোলেন। ইটের ভাটায় জমি সংকটের কারণে ১৮ মাস যাবৎ এই প্রবাসীর নারী জমিও দলীয় পদবীর প্রভাব খাটিয়ে দখলে নেন। তৎকালীন সময়ে থানায় অভিযোগ দিয়েও প্রতিকার পান নি বলে জানান এই দুবাই প্রবাসী নারী।
এবিষয়ে যুবলীগ নেতা আনিসুর রহমান বাচ্চুর কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হয় নি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান রাজু বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.