গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে সান মিয়া (২২) ও বিদ্যুৎস্পৃষ্টে দ্বীপু চন্দ মহন্ত (১৩) নামের দুইজনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার উপজেলার ফরিদপুর ও জামালপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
দ্বীপু চন্দ্র মহন্ত ফরিদপুর ইউনিয়নের মীরপুর (যুগীপাড়া) গ্রামের পন্ডিত চন্দ্র মহন্তের ছেলে ও সান মিয়া জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর (মোংলাবন্দর) গ্রামের ছামছুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে দ্বীপু চন্দ্র বাড়ির ঘরে বৈদ্যুতিক সংযোগ ঠিক করছিলো।
এরই মধ্যে বিদ্যুতায়িত হলে তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে দ্বীপ চন্দ্রের মৃত্যু হয়। এ ঘটনার সতত্য স্বীকার করেছেন ফরিদপুর ইউপি সদস্য শফিকুল ইসলাম (লাল চান)।
এদিকে, জামালপুর ইউপি সদস্য নুরুন্নবী আকন্দ স্বজনদের বরাত দিয়ে বলেন, সান মিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এরই মধ্যে ঢাকায় অবস্থান করা বাবা-মায়ের কাছ থেকে বুধবার সকালে বাড়িতে ফিরেন। এর কিছুক্ষণ পর তার ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় সান মিয়ার ঝুলন্ত মরদেহ দেখা যায়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.