স্টাফ রিপোর্টারঃ এ,কে,এম নুর আলম নয়ন
সারা দেশের ন্যায় আজ বকশীগঞ্জ উপজেলায়,, ২৮ অক্টোবর ২০০৬ আওয়ামী লীগ সন্ত্রাসীদের লগি বৈঠার নৃশংসতার ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখা।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন। কোরআন তেলাওয়াত করেন হাফেজ রবিউল ইসলাম,উদ্বোধনী বক্তব্য দেন জনাব শফিউল্লাহ বিএসসি উপজেলা টিম লিডার, উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এডভোকেট নাজমুল হক সাঈদী কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য বাংলাদেশ জামায়তে ইসলামী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সামিউল হক জামালপুর জেলা শাখা, বক্তব্য রাখেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ রোবুল ইসলাম রিশাদ , মেরুরচর ইউনিয়নের সভাপতি মাওলানা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম বকশীগঞ্জ উপজেলা টিমের সদস্য, মোঃ আবুল কালাম আজাদ ,, বকশীগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুল মতিন , এ সময় তারা আওয়ামী লীগের সরকারের নানা অপকর্ম তুলে ধরেন।