ঝালকাঠিতে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যাটার্ন ভিত্তিক মাঠ দিবস অনুষ্ঠিত।
মোঃ জাহিদ, ঝালকাঠি
ঝালকাঠি সদর উপজেলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আজ প্যাটার্ন ভিত্তিক প্রদর্শনী ব্রি ধান৮৭ এর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত মাঠ দিবস ও কারিগরি আলোচনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক মো: মনিরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মো: জাকির হোসেন তালকদার, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো: রিফাত সিকদার ও মনিটরিং অফিসার মো: ফরিদুজ্জামান। আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা কৃষি অফিসার আলী আহম্মদ।
অতিরিক্ত কৃষি অফিসার খাদিজার সঞ্চালনায় ও উপজেলা কৃষি অফিসারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপসহকারী কৃষি অফিসারসহ ৭০ এর অধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় প্রধান অতিথিসহ বক্তাগণ তেল ফসলের আবাদ বৃদ্ধিতে স্বল্প ও মধ্যম মেয়াদী আমন ধানের জাত চাষে কৃষকদের উদ্বুদ্ধ করেন,এছাড়াও তেল ফসলের আবাদ বৃদ্ধির মাধ্যমে তেলের আমদানি নির্ভরতা কমানো ও নিজেদের উৎপাদিত সূর্যমুখী ও সরিষা তেল ভক্ষণের মাধ্যমে নিজেদের পুষ্টির চাহিদা পূরণে সচেষ্ট হতে আহ্বান করেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.