দেশ সংযোগ

আলোচনা সভায় সাইদুল করিম মিন্টু বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল

আলোচনা সভায় সাইদুল করিম মিন্টু বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল জনসংযোগ

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ

ঝিনাইদহে শহীদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্ম পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আলেঅচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করে জেলা সেচ্ছাসেবকলীগ। শাহরিয়ার করিম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

এছাড়া অন্যান্যের মধ্যে সরোয়ার জাহান বাদশা, কাজী কামাল আহম্মেদ বাবু, এ্যাড আব্দুল মালেক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান, গোলাম মোস্তফা ও উজ্জল বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেচ্ছাসেবকলীগের সাধরণ সম্পাদক রানা হামিদ। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু তার বক্তৃতায় বলেন, বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল বাংলাদেশের ক্রিড়াঙ্গনের মেধাবী মুখ। তার উদোগে দেশের খেলাধুলার গতি লাভ করে। বর্তমান প্রজন্ম তাঁর এই অবদান থেকে উপকৃত হতে পারে। তিনি আরো বলেন, দেশের শান্তিপুর্ন গনতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে দেশে আবার আগুন সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠেছে।

সেচ্ছাসেবকলীগ মাঠে থেকে বিএনপি জামায়াতের অপতৎপরতা প্রতিহত করবে বলে তিনি বিশ্বাস করেন। আলোচনা সভা শেষে এক দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

আপনার পণ্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে

এ সম্পর্কিত আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার পণ্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker