দেশ সংযোগ

নরসিংদীতে দুই উপজেলায় কাপ-পিরিচের জয়

নরসিংদীতে দুই উপজেলায় কাপ-পিরিচের জয় জনসংযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা

 

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর ১ম ধাপে অনুষ্ঠিত হয়ে যাওয়া নরসিংদীর দুই উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে নরসিংদী সদরে মোঃ আনোয়ার হোসেন কাপ-পিরিচ ও পলাশে সৈয়দ জাবেদ হোসেন কাপ-পিরিচ প্রতীক নিয়ে জয়ী হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) রাত ১০টায় জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ রবিউল আলম এই ঘোষণা দেন।
নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোঃ আনোয়ার হোসেন কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৭২৩১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বাকির আনারস প্রতিকে ৫০৯১৫ ভোট পেয়েছেন। আনোয়ার হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ে ২১৩৯৫ ভোট বেশী পেয়ে জয়ী হোন। নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে জেলা আওয়ামী লীগের সদস্য। অপরদিকে পরাজিত প্রার্থী আব্দুল বাকির শীলমান্দি ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ছিলেন।
এদিকে পলাশ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে কাপ-পিরিচ ও দোয়াত-কলামের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে। কাপ-পিরিচ প্রতীক নিয়ে দুইবারের উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও সাবেক পৌর মেয়র শরীফুল হক দোয়াত-কলম প্রতীক নিয়ে ভোট যুদ্ধে মাঠে নামেন। শরীফুল হক স্থানীয় এমপি আনোয়ারুল আশরাফ খান দিলীপের নিকট আত্মীয় হওয়ার সুবাদে বেশ কয়েকবার ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে ব্যর্থ হন। তিনি একটি কেন্দ্রে প্রভাব বিস্তার করে ব্যালট পেপারে একাধিক সিলও মারেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সৈয়দ জাবেদ হোসেন কাপ-পিরিচ প্রতীকে ৩১৩৪৩ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরীফুল হক দোয়াত-কলম প্রতীক নিয়ে ৩০৯৬৮ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৭৫ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে তৃতীয়বারের মত চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। নবনির্বাচিত সৈয়দ জাবেদ হোসেন পলাশ উপজেলা যুবলীগের সভাপতি ও শরীফুল হক ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দুই উপজেলায় ভোটার উপস্থিতির সংখ্যা কম হলেও কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। ভোটাররা কোনো রকম বাঁধা ছাড়াই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছে।

আপনার পণ্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে

এ সম্পর্কিত আরও খবর

আপনার পণ্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker