সাহিত্য সংযোগট্রেন্ডিং

জাতীয় সীরাত পাঠ প্রতিযোগিতা ২০২৩

জাতীয় সীরাত পাঠ প্রতিযোগিতা ২০২৩ জনসংযোগ

সিরাতুন্নবী ﷺ উদযাপন উপলক্ষ্যে সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২৩

সিরাতুন্নবী ﷺ উদযাপন উপলক্ষ্যে পবিত্র মাহে রবিউল আউয়ালকে সামনে রেখে রাসূলুল্লাহ ﷺ এর জীবন সম্পর্কে ভালোভাবে জানা ও মানার স্বার্থে নানাবিধ কর্মসূচির অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীদের জন্য দেশব্যাপী জাতীয় সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২৩ আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগিতায় সকল শিক্ষার্থীকে অংশগ্রহনের উদাত্ত আহ্বান রইল।

 

➠রেজিষ্ট্রেশনের শেষ তারিখ : ১৫ অক্টোবর ২০২৩

➠ প্রতিযোগিতার তারিখ : ২০ অক্টোবর ২০২৩

 

➠ সিরাত পাঠ প্রতিযোগিতার বিষয় ও গ্রুপ :

– গ্রুপ ক : দশম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থী : সিরাত হিবনে হিশাম (বিআইসি)

– গ্রুপ খ : একাদশ শ্রেণি থেকে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী : আর-রাহীকুল মাখতূম (আল কোরআন একাডেমী)

 

➠ পরীক্ষা পদ্ধতি ও নিয়মাবলী :

– অনলাইনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

– প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

– রেজিস্ট্রেশন লিংক : https://forms.gle/8afYQjXSB8p2to6Y7

– এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় : ৬০ মিনিট। মোট প্রশ্ন : ১০০টি। পূর্ণমান : ১০০।

– প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হতে ০.২৫ নম্বর কাটা যাবে।

– পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নির্দেশনা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেইজে জানানো হবে।



➠ বই পাঠ প্রতিযোগিতার পুরস্কারসমূহ-

প্রথম পুরস্কার : ১৫,০০০/- (পনেরো হাজার টাকার শিক্ষা বৃত্তি, ক্রেস্ট ও সনদ )

দ্বিতীয় পুরস্কার : ১২,০০০/- (বারো হাজার টাকার শিক্ষা বৃত্তি, ক্রেস্ট ও সনদ)

তৃতীয় পুরস্কার : ১০,০০০/- (দশ হাজার টাকার শিক্ষা বৃত্তি, ক্রেস্ট ও সনদ)

চতুর্থ পুরস্কার : ৮,০০০/- (আট হাজার টাকার শিক্ষা বৃত্তি, ক্রেস্ট ও সনদ)

পঞ্চম পুরস্কার : ৫,০০০/- (পাঁচ হাজার টাকার শিক্ষা বৃত্তি, ক্রেস্ট ও সনদ)

ষষ্ঠ থেকে দশম : ৩,০০০/- (তিন হাজার টাকার শিক্ষা বৃত্তি, ক্রেস্ট ও সনদ)

আপনার পণ্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে

এ সম্পর্কিত আরও খবর

আপনার পণ্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker