ওসমান গনি, স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গুয়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘ দিনের সভাপতি মো:দাইয়ুম খাঁন ইন্তেকাল ক রেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), মরহুমের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনে।
আজ সোমবার সকাল ৮ঘটিকায় তিনি ইন্তেকাল করেন।পরে সকাল ১১ঘটিকায়৷ মরহুমের বাসস্থান সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা বাড়ী মজলিস সংলগ্ন মাঠে প্রথম,বেলা ১২ঃ৩০মিনিটে নতুন চাষী ঈদগাঁ মাঠে দ্বিতীয় দুপুর ৩ঘটিকায় পুরাতন চর চাষী প্রা:বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে পুরাতন চরচাষীস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি,জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন,বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কুমিল্লা-১ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জি:আব্দুস সবুর, মুন্সীগঞ্জ -৩ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব,গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি,উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সা:সম্পাদক মো:মুনসুর আহমেদ খাঁন জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, গুয়াগাছিয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন,বাউশিয়া ইউপি চেয়ারম্যান মো:মিজানুর রহমান প্রধানসহ উপজেলা আওয়ামী লীগ,বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সা:সম্পাদকবৃন্দ।
বিকাল ৪ঘটিকায় মুন্সীগঞ্জ -৩ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব স্বশরীরে উপস্থিত হয়ে দাফন কাজে অংশ গ্রহণ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।