ফুটবলক্রীড়া সংযোগ

৪ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন পল পগবা

৪ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন পল পগবা জনসংযোগ

ক্রিড়া সংযোগঃ

পল পগবা ফ্রান্সের একজন মুসলিম তারকা ফুটবলার। বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার পড়ে গেছেন গ্যাড়াকলে।

ডোপ টেস্টে তিনি পজিটিভ ধরা পড়েছেন। হয়েছেন সাময়িক নিষিদ্ধ। এখন চলছে তদন্ত। তদন্তে অবৈধ কোনো কিছু সেবনের সত্যতা মিলল চার বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন এই বিশ্ব কাপ জয়ী ফুটবলারের।

পল পগবা এখন খেলেন ইতালির ক্লাব জুভেন্টাসে। গত ২০ আগস্ট উদিনেসের বিপক্ষে খেলে জুভেন্টাস। তবে সে ম্যাচে ছিলেন না পগবা। তিনি সদ্য চোট থেকে সেরে ওঠেছেন। তবে রুটিন চেকআপের অংশ হিসেবে স্বাস্থ্য পরীক্ষা করা হয় পগবার। তাতে তার শরীরে টেস্টোস্টেররনের মাত্রা বৃদ্ধি পাওয়ার বিষয়টি ধরা পড়ে। এটি পুরষদের শরীরের প্রধান হরমোন, যা শক্তি বৃদ্ধিতেও সহায়তা করে।

পল পগবার এজেন্ট রাফায়েলা পিমেন্তা এক বিবৃতিতে বলেছেন, “সত্যি কথা বলতে পল পগবা কখনোই নিয়মবহির্ভূত কিছু করতে চাননি। আমরা যতক্ষণ পর্যন্ত না পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন হাতে পাচ্ছি, ততক্ষণ এর বেশি কিছু বলতে পারব না।

আপনার পণ্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে

এ সম্পর্কিত আরও খবর

আপনার পণ্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker